দেশের খবর

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহব্বান জানালেন পুলিশ সুপার বগুড়া

Spread the love

বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, মানবতাই পরম ধর্ম। মানবতার কাছে কখনোই কোন প্রতিবন্ধকতা টিকতে পারেনি। তেমনি সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি সেই মানবিকতার হাত প্রসারিত করে এগিয়ে আসে তাহলে অসহায় শীতার্ত মানুষের অবশ্যই শীত নিবারণের ব্যবস্থা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় রবিবার বিকেলে শহরের চেলোপাড়া দূর্জয় কাব প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে সাধারণ মানুষের কাতারে থেকে মানবকল্যাণে কাজ করার উদ্বার্ত আহব্বান জানান।
পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়ের পরিচালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, সংগঠনের জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সহ-সভাপতি অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত তালুকদার, যুগ্ম সা: সম্পাদক মিথন রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্রস্বরুপ ভাল মানের কম্বল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close