মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে- মজনু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
গাবতলীর নেপালতলী ইউনিয়নের বুরুজ প্রগতি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার স্থানীয় মাঠে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ ও নেপালতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আহসান উল্লাহ মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল রাজী জুয়েল, সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো, জেলা আ’লীগ নেতা বিধান চন্দ্র সিংহ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, মিলটন, রোহন, রয়েল, গোলাম বুরুজ প্রগতি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম টুনুসহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মানসস্পটে চিরস্মরণীয় করে রাখতে ৩দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিজয় মেলার আয়োজন করেন বুরুজ প্রগতি সমাজ কল্যাণ সমিতি। মেলার প্রধান পৃষ্টপোষকতায় রয়েছেন বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক আইয়ূব উদ্দিন মাষ্টার ও সার্বিক তত্বাবধানে রয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বদিউজ্জামান।