জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হলেন সাতজন
শেরপুর ডেস্ক: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হয়েছেন সাতজন। তাঁরা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দীন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম।
জাপার গঠনতন্ত্রের মতাবলে পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জি এম কাদের রবিবার দুপুরে বনানীতে দলীয় কার্যালয়ে সাতজন সিনিয়র কো-চেয়ারম্যনের নাম ঘোষণা করেন। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জাপার নবম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে কো-চেয়ারম্যানের নতুন পাঁচটি পদ সৃষ্টি করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমরা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, প্রক্রিয়া চলছে। ’এর আগে জাতীয় পার্টিতে সিনিয়র কো-চেয়ারম্যান ছিলেন একজন এবং কো-চেয়ারম্যান ছিলেন একজন। সিনিয়র কো-চেয়ারম্যান ছিলেন রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান ছিলেন জি এম কাদের। বর্তমান গঠনতন্ত্রে সাতজনকেই সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
নতুন নিয়োগ দেওয়া সাতজন সিনিয়র কো-চেয়ারম্যান জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে, সিনিয়র কো-চেয়ারম্যানরা দলের প্রেসিডিয়াম সদস্য থাকবেন।