স্থানীয় খবর
শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে জহুরা খাতুন (৫০) নামের এক গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর গাড়িদহ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় নিহত হন।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের তালতলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জহুরা বেগম ব্যক্তিগত কাজে গাড়িদহ বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তার উপর দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, হাসপাতালের মৃত্যু সনদ নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।