স্থানীয় খবর
ধুনটে এসআই মন্তাজকে বিদায় সম্মাননা প্রদান
ধুনট (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনট থানার এসআই মন্তাজ আলীকে বিদায় সম্মাননা প্রদান করেছেন অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। রবিবার রাতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, এসআই আল এমরান, প্রদীপ কুমার বর্মন, পিএসআই শামীম হোসেন, এএসআই আব্দুল জব্বার ও ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, এসআই মন্তাজ আলী ২০১৮ সালের জুন মাসের ০১ তারিখে ধুনট থানায় যোগদান করেন। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ধুনট থানায় তিনি সন্ত্রাস মাদ্রক বিরোধী ও আইন শৃঙ্খলায় রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করেন। ধুনট থানা ও জেলা পুলিশের মাসিক সমন্বয় সভায় কয়েকবার সম্মাননা পান। তিনি ধুনট থানা থেকে বগুড়া সদর থানায় বদলি হয়েছেন।