দেশের খবর

এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড নিলেন প্রধানমন্ত্রী

Spread the love

শেরপুর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তার সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এর সম্মাননা স্মারক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতি বছর যেসব শহর ও প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট ল্য অর্জন করে এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এ পুরস্কার প্রদানের ল্য।
ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কারটি দেয়।
সরকারের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এ পুরস্কার পায়। হংকংয়ের টেকনোলজিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন ইন্সটিটিউট ২৩ নভেম্বর ‘অ্যাসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালট্যান্ট, হংকং, চায়না’ আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

এ বছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯নং সেক্টরে নির্মিতব্য থ্রি এল : ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১নং সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪নং সেক্টরে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে। রাজধানীর পূর্বাচলে ৬ হাজার ২২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close