স্থানীয় খবর
শেরপুরে চা বিক্রেতা রাজু আহম্মেদ নিখোঁজ!
ষ্টাফ রির্পোটার : বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের চা বিক্রেতা রাজু আহম্মেদ (৩০) গত ২৮ ডিসেম্বর নিখোঁজ হয়েছে !
জানাযায় রাজু আহম্মেদ দীর্ঘদিন যাবৎ রণবীরবালা ঘাটপাড় গোপালপুর রোডে চা বিক্রি করত। ২৮ ডিসেম্বর বেলা ১১ টায় বাড়ী খেকে রণবীরবালা ঘাটপাড় গোপালপুর রোডে চা বিক্রি করতে গিয়ে সে আর বাড়ীতে ফিরে আসেনি। তাকে আনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ৩০ ডিসেম্বর তার স্ত্রী ফরিদা খাতুন শেরপুর থানায় একটি সাধারন ডায়রি করেছে। সাধারন ডায়রি নম্বর ১৪৪৪/১৯।