স্থানীয় খবর
নন্দীগ্রামে মাদক ৩ যুবক গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্যসহ ৩ যুবক গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ শে ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার ভাটগ্রামের মকবুল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (৪৩) কে ১০ পিস ও একই গ্রামের আবুল হোসেনর ছেলে শহিদুল ইসলাম (৪৫) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। অপরদিকে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৩১ শে ডিসেম্বর সকাল পৌনে ৮ টায় উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৩) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করে।