বিনোদন

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী চিত্রনায়িকা রতœা

Spread the love

শেরপুর ডেস্ক: কাজী মারুফের নায়িকা হয়ে ‘ইতিহাস’ চলচ্চিত্রে দর্শক মাতিয়েছিলেন চিত্রনায়িকা রতœা। বর্তমানে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ল্য করা যায়। দর্শকদের মতোই চলচ্চিত্রের মানুষেরাও ভীষণ ভালোবাসেন তাকে। তারই প্রমাণ মিললো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন-বাংলাদেশ ফিল্ম কাব লিমিটেডের নির্বাচনে। সবার চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রতœা। পেয়েছেন ৩৪৪ ভোট।
রতœা বলেন, ‘ফিল্ম কাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে সর্বচ্চ ভোটে বিজয়ী করেছেন আপনারা। এই জয় এই কাবের সবার জয়। আমাদের পুরো প্যানেল জয়ী হয়েছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের মানুষদের জন্য কাজ করবো।’
সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএফডিসিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। প্রথম সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হলেন তিনি। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী, পপি, রতœা, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম,মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ। আগামী ১ বছর সংগঠনটির পরিচালনা করবেন বিজয়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close