বিশালপুরে হেলাল হাজীর বিরুদ্ধে সোহরাফ আলীর কামলার দাম ৫৪ হাজার টাকা না দেয়ার অভিযোগ
ষ্টাফ রির্পোটার: শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামের মৃত শমশের আলীর ছেলে মো: হেলাল উদ্দিন ওরফে হেলাল হাজীর বিরুদ্ধে তার বাড়ীর বছর সাল চাকর একই গ্রামের মৃত নছের প্রাং এর ছেলে সোহরাফ আলী প্রাং কামলার মজুরি সহ মোট ৫৪ হাজার ৬২০ টাকা পাওনা আদায়ের জন্য শেরপুর থানায় লিখিত আভিযোগ করেছে।
লিখিত অভিযোগ সুত্রে জানাযায় কামলা সোহরাফ আলী প্রাং বিগত ৪ বছর যাবৎ হেলাল হাজীর বাড়ীতে বছর সাল চাকর হিসাবে কাজ করত। বর্তমানে সোহরাফ আলী প্রাং তার গেরস্থ হেলাল হাজীর নিকট কামলার মজুরি বাবদ ৪৫ হাজার ৫০০ টাকা এবং ধানের দাম বাবদ ৯ হাজার ১২০ টাকা সহ মোট ৫৪ হাজার ৬২০ পাওনা রয়েছে। পাওনা টাকা চাইলে আজ দিবে কাল দিবে বলে তালবাহানা করে। শেষে হেলাল হাজী টাকা দিতে অস্বীকার করলে হেলাল হাজীর বিরুদ্ধে কামলা সোহরাফ আলী প্রাং শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি তদন্ত করার জন্য থানার এস আই পুতুল মোহন্তকে দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষে বিষয়টি নিস্পতি করার জন্য ১৮ সেপ্টেম্বর বুধবার বিকালে উভয় পক্ষকে থানায় ডাকা হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নিকট তদন্ত কর্মকর্তা এসআই পুতুল মোহন্ত বলেন যে কামলা সোহরাফ আলী প্রাং হেলাল হাজীর নিকট ৪৩ হাজার টাকা পাওনা রয়েছে। এ সময় হেলাল হাজীর শ্যালক বিরাকৈর গ্রামের বিএনপি নেতা নজরুল ইসলাম পাওনা টাকা পরিষদের জন্য ১ দিনের সময় চাইলে তাকে ১ দিনের সময় দেয়া হয়। কিন্তু সময় মত টাকা না দিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিএনপি নেতা নজরুল ইসলাম জানায় যে কামলা সোহরাফ আলী প্রাং ৪৩ হাজার টাকা পাওনাদার থাকলেও হেলাল হাজী টাকা দিবেনা বলে তাকে সাফ জানিয়ে দিয়েছে।