শেরপুরে বিপুল-উৎসাহ উদ্দীপনায় স্কুলে স্কুলে বই উৎসব পালন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বিপুল-উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্কুলে স্কুলে বই উৎসব পালন করা হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বুধবার (০১জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে এই উৎসব পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দর ববি,শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা শিক্ষা অফিস জানায়, শেরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৫ লাখ ৯২ হাজার ৪শ ৪০ এবং প্রাথমিক পর্যায়ে ৪২ হাজার শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৩৭ হাজার বই বিতরণ করা হয়।