শেরপুরে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেফতার ৭
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রাম থেকে ডাকাতি চেষ্টার অভিযোগে ৭ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জানুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা (৪০), রায়গঞ্জ উপজেলার কোদলা দিঘর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাহেদ আলী (৪২), একই উপজেলার দেবরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আশরাফ আলী (৪২), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মারিয়া গ্রামের খোকার ছেলে শ্রী মনি (৫০), বগুড়া জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২১), শেরপুর উপজেলার পানিসাড়া গ্রামের চান মিয়ার ছেলে রুবেল (২০), একই উপজেলার উলিপুর এলাকার গনেশ চন্দ্র সরকারের ছেলে জয় চন্দ্র সরকার (১৯)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বগুড়া, সিরাজগঞ্জ,পাবনা ও নাটোর জেলায় একাধিক মামলা রয়েছে। অভিযানে ১টি ছোরা, ২টি হাসুয়া, ৩টি বাঁেশর লাঠি ও ত্রিশ হাত লাইলনের রশি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় ডাকাতি চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানা ওসি মো. হুমায়ুন কবির।