শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা
ষ্টাফ রির্পোটার: সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ জানুয়ারী সকাল ১১ টায় শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা চত্ত্বর হতে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে উপজেলা মুক্তমঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর,উপজেলা আ:লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। শেষে প্রধান অতিথি ৫ জনকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।