মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির নিন্দা
বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার এক বিবৃতিতে ১লা জানুয়ারী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে শহীদ খোকন পার্কে জমায়েত ছাত্রদল নেতা কর্মীদের উপর পুলিশ কতৃক অতর্কিত হামলা ও ছাত্রদল, যুবদলের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার সহ বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৭৫ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ উল্লেখ করেন উক্ত মামলার ২৮ নং আসামী আল-রাজীর অন্য মামলায় কারাগারে থাকা সত্বেত্ত উক্ত মামলায় আসমী করা হয়েছে। যা থেকে প্রমানিত হয় দায়েরকৃত মামলটি সম্পুর্ন মিথা ও বানোয়াট নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতার কৃত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিঃর্শত মুক্তি ও মিথ্যা মামলা প্রতাহারের জোর দাবী জানান।
বিবৃতিতে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ছাত্রলীগ সস্ত্রাসী কতৃক নবাববাড়ী রোড়স্থ বগুড়া জেলা বিএনপির দলীয় কার্ষালয়ে হামলা করে ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ সস্ত্রাসীদের গ্রেফতার করার জোর দাবী জানান।
বিবৃতিদাতারা হলেন- জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌর মেয়র এ্যাড একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, মাহবুবুর রহমান বকুল, এম.আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কেমএ খায়রুল বাশার, সহীদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির।