স্থানীয় খবর

চক্রান্তকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে-মজিবর রহমান মজনু

Spread the love

বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, জুতা পায়ে শহীদ মিনারে উঠে ছাত্রদলের নেতাকর্মীরা প্রমান করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস করে না। তারা লাখো শহীদের আত্মার প্রতি অসম্মান জানিয়েছে। তারা দেশ বিরোধি চক্রান্তকারীদের নিয়ে নানা চক্রান্তে লিপ্ত। বিএনপি জোট দেশের শান্তিপূর্ন পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেস্টা করছে। এদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনের ল্েয কাজ করছেন। বিশে^র বুকে বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলা কেউ রুখতে পারবে না। তাই যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকতে হবে।
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের বিােভ মিছিল শেষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক কেন্দ্রিয় শহীদ মিনার অবমাননা করার প্রতিবাদে জেলা ছাত্রলীগের বিােভ মিছিল শহর প্রদনি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, শফিকুল আলম আক্কাস, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আল রাজি জুয়েল, ছাত্রনেতা শিবলু শেখ, আইনুল হক নয়ন, তাকবির ইসলাম, সাজ্জাদ আলম পারভেজ, মিম পোদ্দার, তোহা আহম্মেদ, সজল ঘোষ, মুকুল ইসলাম, সজিব সাহা, জেমি পোদ্দার, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান সাব্বির, আব্দুর রউফ, আতিক হাসান, মিন্টু মিয়া, আবু নাছের, হাসান আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close