স্থানীয় খবর
শেরপুরে আ:লীগ নেতা শামীমের উপর সন্ত্রাসী হামলা
শহর প্রতিনিধি: শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ শামীম ইফতেখার শামীম কে দিনদুপুরে সন্ত্রাসী হামলা করে বেদমভাবে প্রহার করা হয়েছে। এতে সে রক্তাক্ত জখম হয়েছে।
জানাযায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে জনবহুল বাসট্যান্ড এলাকায় কতিপয় যুবক তাকে বেদম প্রহার করলে সে রক্তাক্ত জখম হয়। তার ১ টি পা ভেঙ্গে গেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত শামীমকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন মহল থেকে এই হামলার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইন এর আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন ।