খেলাধুলা

বগুড়ায় ছাত্র যুব সংঘের উদ্যেগে ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

পৃথিবী ও প্রাণের জন্য আমরা এ ¯েøাগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ার শহরতলী ২১ নং ওয়ার্ডে শ্যামবাড়িয়া পশিচমপাড়া ছাত্র যুবসংঘের উদ্যেগে শুক্রবার বিকেলে বার্ষিক ক্রীড়া, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ম্যাগাজিন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক সাহাদত জামান (রাজু)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, এসময় তিনি বলেন, নিজেদের মধ্য ঘড়োয়া পরিবেশে আনন্দ-বিনোদন এবং খেলাধুলার মধ্য দিয়ে সম্পর্ক আরও জোড়দার হয়। সুস্থ ধারার বিনোদন আর খেলাধুলার কারণে সমাজ থেকে নানা অপকর্মও দূর হয়ে যায়। সামাজিক মেল বন্ধনে এরকম আয়োজন অব্যহত রাখার জন্য আহবান জানানোর পাশাপশি তিনি আয়োজকদের ধণ্যবাদ জ্ঞাপন করেন। ক্রীড়া উদ্বোধন করেন সাবেক সহঃশিক্ষক আলহাজ্ব মান্নানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, মহিলা কাউন্সিলর মোকছেদা বেগম, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, আশা সেনেটারীর স্বত্তাধিকারী মিজানুর রহমান রাশেদ, সাবেক যুবনেতা রুহুল আমিন, রনি, সংগঠনের সাধারণ সম্পাদক আঃ আজিজ, জুম্মণ আলী, জিতু, আঃ মান্নান, হিরা, বুলবুল, আরাফাত, মানিক, রোমান, সাব্বির, নূরে আলম, নাঈম, সিয়াম, সুমন, নাজমুল, খোকন, মালেক, সৈকত, নাদিম, রতন, রাশেদুল, ছালামসহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাওন রহমান। খবর বিজ্ঞপ্তির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close