ধুনটে আদিবাসী ফোরামের আহবায়ক কমিটি গঠন
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বাংলাদেশ আদিবাসী ফোরামের বগুড়ার ধুনট উপজেলা আহবায়ক কমিটি গঠন হয়েছে। শুক্রবার দুপুরে কুঠিবাড়ী বাগদী গণপাঠশালা চত্বরে এ কমিটি গঠন হয়।
ধুনট উপজেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে দিনু রায় বাগদীর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক বাসুদেব রায় বাগদী। সুশিল রায় বাগদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সিরাজগঞ্জ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক নিমাই মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা আহবায়ক কমিটির সদস্য প্রদিব রায় বাগদী ও অখিল বর্মন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আধিবাসী ফোরাম ধুনট উপজেলা শাখার দিনু রায় বাগদীকে আহবায়ক, সুশিল রায় বাগদীকে যুগ্ম আহবায়ক ও লতা রানী মালো কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষানা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো মথুরাপুর ইউনিয়নের দয়াল বাগদী, শান্ত বাগদী, সুশান্ত বাগদী, সদর ইউনিয়নের গোলাপী রায় বাগদী, সুভা রায় বাগদী, নিমগাছী ইউনিয়নের শিবানী রানী মালো, রেখা রানী মালো, শঙ্করী রানী মালো, এলাঙ্গী ইউনিয়নের সৌরভ চন্দ্র মালো, চিকাশী ইউনিয়নের আলো রানী মালো ও চৌকিবাড়ী ইউনিয়নের কল্পনা রানী মালো।