ধুনটে ডিজিটাল পোষ্ট-ই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ডাক বিভাগের আওতায় কালেরপাড়া ডিজিটাল পোষ্ট-ই কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে কালেরপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এ প্রশিক্ষন সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ই.ডি.এ গোলাম রহমান বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। কালেরপাড়া ডিজিটাল পোষ্ট- ই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্দোক্তা সিহাব উদ্দিন রাখির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।