নন্দীগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৩রা জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে বগুড়া জেলা ছাত্রদল কর্তৃক শহীদ মিনার অবমাননা করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে স্থানীয় বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সহ-সভাপতি আঃ বারিক, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ কামাল ফারুক, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাঁতিলীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগ নেতা নাদিম, রডিস, শহিদুল ইসলাম প্রমুখ। পরে বিকাল ৪টায় আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের প্রথম মৃত্যু বার্ষিকী উপলে তার পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।