জেলার খবর
নন্দীগ্রামে তামিম সেমি অটো রাইচ মিলে চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ০২রা জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ১২.৩০মিনিটে ১নং বুড়ইল ইউনিয়নে নন্দীগ্রাম-শেরপুর রাস্তার পার্শ্বে দোহার গ্রামে তামিম সেমি অটো রাইচ মিলের নৈশ্য প্রহরী ইসমাইল হোসেনকে মারপিট করে হাত-পা বেঁধে রেখে ১৪টি মোটর, ১টি ল্যাপটপ ও প্রায় লাধিক টাকা চুরি করে নিয়ে যায়। তামিম সেমি অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোঃ জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি চুরির বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, ওখানে একটি চুরির ঘটনা ঘটেছে, বাদীর অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।