বিনোদন

‘জয়া সেরা ৫ ভারতীয় অভিনেত্রীর একজন’

Spread the love

শেরপুর ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন। জয়াকে ভারতের শীর্ষ ৫ অভিনেত্রীর একজন হিসেবে মন্তব্য করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ ও জয়া প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ‘রবিবার’ ছবিতে। আজ ভারতে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয়ে দ এই জুটির রসায়ন জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
একসঙ্গে কাজ করে জয়ায় বিমোহিত প্রসেনজিতের ভাষ্য– ‘আমি বলতে পারি, ন্যাশনাল লেভেলে আমাদের দেশের টপ ফাইভ অ্যাকট্রেসের মধ্যে জয়া পড়বে।’
ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাাৎকারে বাংলাদেশ থেকে গিয়ে জয়া যেভাবে টালিউডে শক্ত জায়গা করে নিয়েছেন, সেটিকেও দারুণ কৃতিত্ব দেন প্রসেনজিৎ। বলেন, জয়া কম বয়সেই টোয়েন্টি ওয়ান প্লাস হয়ে এখানে আসেনি। অনেক পরে এসেছে। তবু ওর এই গ্রহণযোগ্যতার একটি ব্যাখ্যা হলো– ওর প্রেজেন্স (উপস্থিতি)। নায়িকার প্রেজেন্স লাগে, ব্যক্তিত্ব লাগে। জয়া নিজেকে ভালো ক্যারি করতে পারে। স্ক্রিনে ওর প্রেজেন্স ওর একটি স্ট্রং পয়েন্ট। জয়ার অভিনয়ের প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, ওর অভিনয়ের ধারাটা ভীষণ আধুনিক। লুকস বা গ্লামার নয়।
‘রবিবার’ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ। কোনো এক রবিবার মুখোমুখি দেখা হয়; দুই প্রাক্তনের মাঝে এসে দাঁড়ায় মান-অভিমানের স্মৃতিরা। এমনই গল্পে ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ।
এতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে। আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close