শেরপুরে শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত
“মুনসী স্ইাফুল বারী ডাবলু”
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের কারনে বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এতে আক্রান্ত বীজতলার ধানের চারা হলুদ হয়ে যাচ্ছে। কোন কোন বীজতলায় চারা নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানাযায় আগামী বোরো মৌসুমে ২০ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এই পরিমান জমিতে আবাদের জন্য ১ হাজার ৩৫ হেক্টর জমিতে বীজতলা করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় সেখানে ১ হাজার ২২০ হেক্টর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে।
উপজেলার ভীমজানী গ্রামের কৃষক নাহারুল ইসলাম সোমবার দুপুরে তার বীজতলায় স্প্রে-মেশিন দিয়ে ঔষধ স্প্রে করছিলেন। এ সময় তার সাথে কথা বলে জানাযায় তিনি ২৫ কেজি ধানের বীজের চারা করেছেন তাতে তার ৫ বিঘা জমিতে চারা রোপন করার কথা কিন্তু কোল্ড ইনজুরির কারনে তার বীজ দিয়ে এখন সে ৩ বিঘা জমিতে চারা রোপন করতে পারবেন বলে আশা করছেন। ভাটরা গ্রামের কৃষক লোকমান হোসেন, আব্দুস সামাদ একই কথা জানান। তাদের বীজতলার চারাও হলুদ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: শারমিন আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন অতিরিক্ত শীতের কারনে কিছু বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া এবং সালফার জাতীয় ঔষধ স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন কোল্ড ইনজুরির কারনে কিছু বীজতলার ক্ষতি হলেও অতিরিক্ত বীজতলায় চারা করার ফলে শেরপুর উপজেলায় বোরো ধানের চারার কোন সংকট হবেনা।