বগুড়ায় ডিবি’র পৃথক অভিযানে ওয়ান শুটারগান ও ইয়াবা সহ গ্রেফতার ৩
বগুড়া প্রতিনিথি: বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান ও ইয়াবা সহ ৩ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের চকলোকমান কলোনী এলাকার নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক(২৯), মালগ্রাম মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে মনিরুজজামান ওরফে মনজুর রহমান(৪৫) ও পুরানবগুড়া মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন ওরফে আরিফ(২০)। জানা যায়, বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলীর নেতৃত্বে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের আল আমিন সুপার মাকের্ট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় একটি ওয়ান শুটারগান ও মটর সাইকেলসহ আরিফকে গ্রেফতার করে। একই রাতে ডিবির অপর একটি টিম শহরের ষ্টেশন রোড এলাকায় অভিযান চালায়। এসময় ওমর ফারুক ও মুনজুর রহমানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।