শিবগঞ্জে মেয়র মানিকের উদ্যেগে খাতা বিতরণ উৎসবের উদ্বোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের উদ্দ্যেগে খাতা উৎসবের উদ্বোধন করা হয়েছে।শনিবার পৌর সদরের শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহস্রাধিক শিার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাতা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। খাতা বিতরণ উৎসবের মধ্য দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ১২ হাজার শিার্থীদের মাঝে পৌর মেয়রের নিজস্ব উদ্যেগে ২টি করে খাতা বিতরণ করা হবে বলে জানা যায়। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে খাতা বিতরণ পূর্বে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি মেয়র মানিকের এ উদ্যেগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের সহকারী শিক আজিজার রহমানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বিদ্যালয়ের প্রধান শিক তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জোহা শামীম, স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সাইদুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, আব্দুল মমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মজনু মিয়া, সিনিয়র সহকারী শিক মোস্তাফিজার রহমান রাজা, সহকারী শিক মিজানুর রহমান, নাজিম উদ্দিন, খাদিজা বেগম, তাছলিমা সিদ্দিকা, রুমি আক্তার প্রমূখ।