স্থানীয় খবর

শেরপুরে আ:লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল বিক্ষোভ-সমাবেশ

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম ইফতেখার শামিমের ওপর সন্ত্রাসী হামলা ও ধর্মবিষয়ক সম্পাদক ঠিকাদার আলহাজ¦ সেলিম রেজার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রোববার (০৫জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শহরের টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজ প্রাঙণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ’র সভাপতিত্বে এতে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানী, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি এএসএম শাকিল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা সৈয়দ শামিম ইফতেখার শামিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে ঘটনাটি নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত রয়েছে-এমন দাবি করে বক্তারা আরও বলেন, ওই কু-চক্রটি মহলটি প্রকৃত ঘটনা আড়াল করে একই দলের ধর্মবিষয়ক সম্পাদক ঠিকাদার আলহাজ¦ সেলিম রেজাকে জড়িয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা অত্যান্ত ন্যাক্কারজনক। তাই উক্ত মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করেন তাঁরা।
উল্লেখ্য: গত ০২ জানুয়ারী সকালের দিকে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীম গুরুতর আহত হন। এমনকি তার ডান পা ভেঙ্গে যায়। বর্তমানে তিনি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close