বিদেশের খবর
এক টুনার দাম ১৩ কোটি টাকা
শেরপুর ডেস্ক: নববর্ষের আগে জাপানের মৎস্যজীবীদের জালে ধরা পড়ে দৈত্যাকার এক টুনা মাছ। দেশটির আওমরি এলাকার কয়েকজন জেলে ধরেন এটি। এর ওজন ২৭৬ কেজি। পরে টুনা মাছটি আনা হয় টোকিওর টোয়োসু মাছবাজারে।
নববর্ষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের ঐতিহ্য। সেই ঐতিহ্য মেনে টুনা মাছটি নিলামে তোলা হলে দাম ওঠে ১৩ কোটি টাকা। সব ক্রেতাকে টেক্কা দিয়ে ওই মাছ কিনে নেন সুশিজানমাই চেন রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা। ওই মাছের কেজিপ্রতি দাম পড়েছে সাড়ে চার লাখ টাকারও বেশি। জাপানে নববর্ষের প্রথম নিলামে টুনা মাছের দাম কোটি টাকা ছুঁয়েছে অনেকবার।
২০১৩ সালে দৈত্যাকার আরেকটি টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়। দামের দিক থেকে তা এখনও শীর্ষে। ওয়েবসাইট।