বিনোদন

কাজ দিয়েই উত্তর দিতে চাই: বুবলী

Spread the love

শেরপুর ডেস্ক: এই বছর মুক্তির তালিকায় এরইমধ্যে দুটি সিনেমা যোগ হয়ে গেছে চিত্রনায়িকা শবনম বুবলীর। সিনেমাগুলো ‘বীর’ ও ‘ক্যাসিনো’। গতবছরে শুরু হওয়া এই সিনেমাগুলোর কাজ প্রায় শেষের দিকে। এরমধ্যে কাজী হায়াত্ পরিচালিত ‘বীর’ সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাবে বলে জানা যায়। এর বাইরে ‘ক্যাসিনো’ সিনেমাটিও মুক্তি পাবে এ বছরেই। তাই বছরের শুরুটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই শুরু হলো বুবলীর।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে বুবলী বলেন, ‘প্রতিটি নতুন বছরেই তো পরিকল্পনা থাকে ব্যক্তিগত জীবন ও পেশাদার জায়গাটা যেন বেশ ভালো কাটে। সেই প্রত্যাশা এবারো। কাজের মাধ্যমে তো প্রতিদিনই শিখছি। একটি বছর যাওয়া মানে অভিজ্ঞতার ঝুলিতে নতুন আরো কিছু অভিজ্ঞতা যোগ হওয়া। এই বছরেও ভালো কিছু অভিজ্ঞতা ক্যারিয়ারে যোগ হবে সেই প্রত্যাশা করি। আর পরিকল্পনার কথাগুলো বলার চেয়ে কাজ দিয়েই উত্তর দিতে চাই। তবে দর্শকদের ভালোবাসা যেন আরো বেশি পাই সেভাবেই কাজ করবো।’
গত কয়েকবছরে সিনেমার যে অবস্থা সেই জায়গা থেকে এ বছর সিনেমার ভালো অবস্থার সম্ভাবনা নিয়ে বুবলী আরো বলেন, ‘এই বছরটা আমি বেশ আশাবাদী। কারণ গত ২ বছর আমাদের সিনেমার অবস্থাটা যে কিছুটা হলেও উন্নতির দিকে গেছে সেটি বলতে পারি। হয়তো সংখ্যা কম ছিল। কিন্তু সিনেমায় যে নতুনত্বের হাওয়া লেগেছে সেটি বেশ পজিটিভ।
সেই ধারাবাহিকতা এ বছর আরো বেশি থাকবে। অনেকেই এখন সিনেমার দিকে ভিড়ছেন। মূলধারার সিনেমার বাইরেও সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। এটি খুব ভালো একটি দিক। কারণ এক্সপেরিমেন্ট না হলে ভালো কিছু বের হবে না। সেই চর্চাটা আমাদের এখন শুরু হয়েছে এবং এ বছর এর ব্যাপ্তি আরো বাড়বে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close