স্থানীয় খবর

শেরপুরে ৬২ হাজার ইউএস ডলার সহ ১ ব্যক্তি গ্রেপ্তার

Spread the love

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ কার্তিক চন্দ্র সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা।
সোমবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের কাছে বাসে তল্লাশি করে কার্তিককে প্রথমে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬২ হাজার ১৫০ ইউএস ডলার এবং ৫৭ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের কাছে বাসে তল্লাশি চালানো হয়। বাসে তল্লাশি চলাকালে র‌্যাব সদস্যরা, থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বগুড়া শহর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ঢাকার আশুলিয়া থানার শিমুলতলী গ্রামের কার্তিক চন্দ্র সরকারকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাসি করে পরনের আন্ডারওয়্যারের ভেতর থেকে ৬২ হাজার ১৫০ ইউএস ডলার এবং বাংলাদেশি ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ইউএস ডলারগুলোর বাংলাদেশি টাকায় প্রায় ৫২ লাখ টাকার সমপরিমাণ। শেষে বাংলাদেশি এবং ইউএস ডলার মিলিয়ে প্রায় ৫৩ লাখ টাকা অবৈধভাবে রাখার অভিযোগে কার্তিককে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে এই টাকা দিয়ে মাদক লেনদেন হয়েছে। এ বিষয়ে শেরপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close