নাশকতার মামলায় বগুড়া বিএনপির ৪৯ নেতার জামিন
শেরপুর ডেস্ক: পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম সহ ৪৯ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
যুবদলের আহবায়ক ছাড়াও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখ জামিন পেয়েছেন। নেতাদের পে আদালতে শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ’চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এরপর নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে।’
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে পহেলা জানুয়ারি বগুড়া শহীদ মিনারে জমায়েত হয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ শত জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে পুলিশ। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান নেতা-কর্মীরা। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।