স্থানীয় খবর
ধুনটে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে ইছামতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, এসআই প্রদীপ কুমার বর্মন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ধুনট মডেল প্রেসকাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান, যুগ্ন সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ইমরান মুরাদ আনোয়ার প্রমূখ।