নন্দীগ্রাম পৌরসভার উদ্দ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ০৬ই জানুয়ারী দুপুর ১২টায় নন্দীগ্রাম পৌরসভার উদ্দ্যোগে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা, এলএলবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ বারিক, পৌরসভার সচিব এম,এ বাতেন, ইঞ্জিঃ হারুন অর রশিদ, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, আলী হাসান, রহমত আলী, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন বকুল, কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাঁতিলীগের সভাপতি আবু নোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব প্রমুখ।