স্থানীয় খবর
নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলে র্যালী ও আলোচনা সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ০৬ই জানুয়ারী বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে এক বর্ণাঢ্য মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা গেট সংলগ্ন আওয়ামীলীগ অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তুহিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামীলীগ নেতা স্বপন চন্দ্র, মুক্তারিন জাহিদ সরকার, শামীম শেখ, সোহেল রানা সোহাগ, যুবলীগ নেতা এমআর জামান রাসেন, মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিফাত, নুরন্নবী, রবিউল, মেবিন, প্রমুখ।