শেরপুরে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত
শহর প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১টায় শেরপুর উপজেলা চত্ত¡র হতে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আ:লীগের সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আামির হামজা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, শেরপুর সরকারি ডি, জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ।