স্থানীয় খবর
ইরানী জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিবাদে বগুড়ায় বিােভ ও মানববন্ধন
বগুড়া সংবাদদাতা: মার্কিন সন্ত্রাসী বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিবাদে বগুড়ায় শোক র্যালী ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ইমামিয়া জনকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সেন্ট্রাল জামে মসজিদ থেকে শোক র্যালীটি বের করা হয়। র্যালী শহর প্রদনি শেষে সাতমাথায় এসে সমাবেশ করে।
আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সহ-সভাপতি কৃষিবীদ মীর সিদ্দিকুর রহমান, সহ-অধ্যাপক টিপু সুলতান, আতিকুর রহমান, মাওলানা আলী আকবর প্রমূখ। বক্তারা মুসলিম উম্মাকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।