স্থানীয় খবর
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান, দুই ব্যবসায়ীকে তিন লক্ষাধিক টাকা জরিমানা
বগুড়া সংবাদদাতা: জনসাধারণের চলাচলের পথ ব্যবহার ও পরিবেশ দূষণ এবং ইট পোড়ানোর কাজে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে বগুড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার বৌবাজার এবং গাবতলীর সর্ধনকুঠি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। ৫ ঘন্টা ধরে চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সদস্যরা সহায়তা করেন।
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের চলাচলের পথ ব্যবহার ও পরিবেশ দূষণের অপরাধে সুজনের ভর্তা হোটেলের মালিক মোঃ সুজন (৪০) কে ৩ হাজার এবং ইট পোড়ানোর কাজে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করার এম.এম.সি ব্রিকসের মালিক মোঃ আঃ হামিদ (৫০) কে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।