শ্রীলঙ্কাকে সহজে হারালো ভারত
শেরপুর ডেস্ক: শ্রীলঙ্কার বিপে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। ১৪৩ রানের ল্য ১৫ বল হাতে রেখে ছুঁয়েছে স্বাগতিকরা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বিরাট কোহলির দল। গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
শারদুল ঠাকুর, নবদীপ সাইনি ও কুলদীপ যাদবের বোলিংয়ে কোনও প্রতিরোধ গড়তে পারেনি আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। ব্যাটিং ব্যর্থতায় ইন্দোরে তারা করে ৯ উইকেটে ১৪২ রান। জবাবে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ব্যাটে সহজ জয়ের ভিত গড়ে ভারত। ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে তারা।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম তিন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা (২০), আভিস্কা ফার্নান্দো (২২) ও কুশল পেরেরা (৩৪) কেবল ২০ এর ওপরে রান করেন।
শারদুল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান কুলদীপ ও সাইনি।
৩২ বলে ৬ চারে ইনিংস সেরা ৪৫ রান করেন ভারতীয় ওপেনার। এরপর দ্রুত ফিরে যান ধাওয়ানও। ২৯ বলে দুটি চারে ৩২ রান করেন এই ওপেনার। এরপর দলকে জয়ের খুব কাছে নিয়ে মাঠ ছাড়েন আইয়ার। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি।
৩৪ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলে দলীয় ১৩৭ রানে আউট হন আইয়ার। ১৭ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জেতান কোহলি, তার ইনিংসে ছিল ১ চার ও ২ ছয়। ঋষভ পন্ত অন্য প্রান্তে ১ রানে খেলছিলেন। আগামী ১০ জানুয়ারি পুনেতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।