বিনোদন

আবার একসঙ্গে নোবেল-পূর্ণিমা

Spread the love

শেরপুর ডেস্ক: নোবেল ও পূর্ণিমা২০১২ সালে হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত টেলিছবি ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ এবং ২০১৭ সালে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় দুই তারকা আদিল হোসেন নোবেল ও দিলারা হানিফ পূর্ণিমা। সর্বশেষ তাদের দেখা যায় ২০১৮ সালের একটি বিজ্ঞাপনচিত্রে।
দুই বছর পর আবারও তারা একসঙ্গে কাজ করছেন। নাটকের নাম ‘মেঘ বলেছে যাব’। মেহরাব জাহিদের রচনায় এটি পরিচালনা করছেন শেখ সেলিম। চলতি মাসের (জানুয়ারি) শেষ সপ্তাহে এর শুটিং হবে বলে জানালেন পরিচালক।
শেখ সেলিম জানান, রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। নন্দিত এই দুই তারকা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
পরিচালক বলেন, ‘এর গল্পে দেখা যাবে দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা বিয়ে করে সংসারী হন। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানা সংকট আর মান-অভিমান।’
পূর্ণিমা বর্তমানে ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা শেখ সেলিম। নাটকটি আগামী ঈদে আরটিভিতে প্রচার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close