বিদেশের খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা কমাচ্ছে জার্মানি

Spread the love

শেরপুর ডেস্ক: ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন হামলায় নিহত হওয়ার সৃষ্ট পরিস্থিতিতে জার্মান সরকার এ পদপে নিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য জার্মান সরকার ৪১৫ জন সেনা মোতায়েন করে রেখেছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে ইরাকে মোতায়েন করা রয়েছে ১২০ জন। সেই ১২০ সেনার মধ্য থেকে অন্তত ৩০ জনকে ইরাক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। সেনা সরানোর ব্যাপারে জার্মান সরকার দেশটির সংসদে একটি চিঠি দিয়েছে।
জার্মান প্রতিরা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকেকে জানিয়েছেন, ইরাক থেকে সেনা সরানোর কাজ শিগগিরই শুরু হবে। জার্মান সরকারের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন যে কমান্ড কাজ করছে তার নির্দেশেই আংশিক সেনা প্রত্যাহার করা হচ্ছে।
এর আগে, ইরাকের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে একটি বিল পাস করেছেন যাতে ইরাক থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close