দেশের খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু: কাদের

Spread the love

শেরপুর ডেস্ক: দলের যারা বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে কোনো আগাছা-পরগাছা থাকবে না বলে জানান তিনি। চলমান শুদ্ধি অভিযান শুধু ঢাকাতেই নয়, সারাদেশে বিস্তৃত করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। শনিবার বিকালে কক্সবাজারে পর্যটন গলফ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। দলের মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। দেশরতœ শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবে না। সে যত বড় প্রভাবশালী হোক না কেন। দলের ভাবমূর্তি রা করার জন্য আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশে শুদ্ধি অভিযান চালানো হবে।’
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সর্বত্র সংকট সৃষ্টি হয়েছে। কক্সবাজার সহ উখিয়া-টেকনাফের মানুষ কষ্টে আছে। আজ বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত বিপন্ন। হুমকির মুখে এখানকার ট্যুরিজম। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।’ কাদের বলেন, ‘তবে হতাশ হবেন না, যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে আছেন, থাকবেন। তিনি অসুস্থতা নিয়েও জাতিসংঘে গেছেন রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close