স্থানীয় খবর
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচি
বগুড়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল পৌনে ৮ টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।