বিদেশের খবর
তিন দিনের মধ্যে কুয়েত থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
শেরপুর ডেস্ক: কুয়েত থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আরিফজান ক্যাম্প’র মার্কিন অধিনায়ক এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন কুয়েতের প্রতিরামন্ত্রীকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত এলো।
সেনা প্রত্যাহারের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে কুয়েত বলে জানিয়েছে দেশটির প্রতিরামন্ত্রী। আজ বুধবার মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।
প্রতিরামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, সেনা প্রত্যাহারের চিঠি পাওয়া অপ্রত্যাশিত ছিল। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।