খেলাধুলা

ভারত সফরে অস্ট্রেলিয়া দলে নতুন কোচ!

Spread the love

শেরপুর ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী নভেম্বরে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় গিয়ে খেলবে টেস্ট সিরিজ। তার আগে এই জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারত থেকে খেলে যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এ সিরিজে দলের সঙ্গে থাকবেন না অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার বদলে তিন ওয়ানডেতে অসিদের কোচিং করাবেন নতুন একজন কোচ। যিনি আদতে নতুন কেউ নন, তবে হেড কোচ পদটি তার জন্য নতুন। তিনি বর্তমানে ল্যাঙ্গারের সহকারী কোচ এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যার ফলে জাতীয় দল যখন ভারতে লড়বে ওয়ানডে সিরিজে, তখন পার্থে ছুটি কাটাবেন ল্যাঙ্গার। গত কয়েকদিনে ৬ টি-টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছে অসিরা। এর ধকল কাটাতেই মূলত বিশ্রাম চেয়ে নিয়েছেন তিনি। জানিয়েছেন পুরো ভারত সফরে একবারও ম্যাকডোনাল্ডকে বিরক্ত করবেন না তিনি।
গত বছর ল্যাঙ্গারের সহকারী কোচ হওয়ার পর, এবারই প্রথমবারের মতো হেড কোচের দায়িত্ব পালন করবেন ম্যাকডোনাল্ড। এর আগে ২০১৬ সালে ড্যারেন লেম্যানের সহকারী কোচ থাকা অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সফরে হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন ল্যাঙ্গার। পরে তিনিই হয়ে যান পূর্ণাঙ্গ মেয়াদের কোচ।
এবার নিজের সহকারী কোচ ম্যাকডোনাল্ডকে একই দায়িত্ব দিয়ে ল্যাঙ্গার বলেন, ‘আমি সকালবেলা ওর (ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছি। আমরা নতুন কিছু উদ্ভাবন করছি না। সে দারুণ একটা সুযোগ পেয়েছি। আমি খুবই আত্মবিশ্বাসী আমার কোচিং স্টাফদের নিয়ে।’
ম্যাকডোনাল্ডের ব্যাপারে তিনি বলেন, ‘ও দারুণ একজন কোচ। এছাড়াও ওকে সাহায্য করার জন্য আমাদের অন্য কোচেরাও আছেন। আমি ওকে বলে দিয়েছি, একবারও কল দিয়ে বিরক্ত করবো না, তুমি যেভাবে চাও সেভাবেই করতে পারো। তখন সে আমাকে বললো, আমি (ম্যাকডোনাল্ড) হয়তো তোমাকে (ল্যাঙ্গার) কল করতেও পারি। আমি নিশ্চিত ও দারুণ কাজ করবে, আমাদের তিনটি ম্যাচই ভালো যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close