শেরপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ভূমি জামশেদ আলম রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।