বগুড়ার শীতার্তদের মাঝে নতুন গরম পোশাক বিতরণ করলো আরটিভি ও লাবিব গ্ৰুপ
বগুড়ার শ্রমজীবী নিম্ন আয়ের মানুষদের মাঝে নতুন গরম পোশাক বিতরণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও লাবিব গ্ৰুপ। সোমবার সন্ধ্যায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) গণ পাঠাগার হলরুমে টিএমএসএস এর সহযোগিতায় এই গরম পোশাক বিতরণ করা হয় ।
শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরন করেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, টিএমএসএস’র উপ নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান, পরামর্শক নাজমুল হক, কোষাধ্য আয়েশা বেগম ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ প্রমুখ ।
এছাড়াও আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, ব্যবস্থাপক (বিপণন) মোজাম্মেল হক, মফস্বল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ, বগুড়া প্রতিনিধি জি এম সজল , বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান শাহী লাবিব গ্ৰুপের কর্মকর্তাবৃন্দ। পরে মধ্যরাতে বগুড়া রেলস্টেশন এলাকায় শীতার্তদের মাঝেও গরম পোশাক বিতরণ করে আরটিভি ও লাবিব গ্ৰুপ । প্রেসবিজ্ঞপ্তি