অস্ট্রেলিয়ার মেয়েদের রুখে দিল বাংলাদেশ
শেরপুর ডেস্ক: থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার মাঠে নেমেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপরে ম্যাচটি কেবলই নিয়ম রার ছিল। কারণ থাইল্যান্ডের কাছে ১-০ গোলে ও জাপানের কাছে ৯-০ গোলে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। স্বভাবতই এই ম্যাচ নিয়ে লাল সবুজ জার্সি-ধারীদের প্রত্যাশা খুব বেশি ছিল না। তার ওপর র্যাঙ্কিংয়ে দুই দলের বিস্তর ফারাক। বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৮। আর বাংলাদেশ ১৩০। কিন্তু বড় এই প্রতিপকেই কাঁদিয়ে ছেড়েছে বাংলাদেশের কিশোরীরা। প্রায় হারতে হারতে বেঁচে গেছে অস্ট্রেলিয়া। তহুরা খাতুনের জোড়া গোলে অস্ট্রেলিয়ার মেয়েদের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৬ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তার এক মিনিটের মাথায় আবার দলকে এগিয়ে দেন তহুরা। কিন্তু ৮০ মিনিটের মাথায় আবার সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ম্যাচের বাকি সময় এই সমতা ভাঙতে পারেনি কোন দলই।