শেরপুরে মুজিববর্ষের ক্রাউন ডাউন শুরু
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ পালন উপলক্ষে ক্রাউন ডাউন শুরু হয়েছে। ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে একযোগে মুজিব বর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা।
বগুড়ার শেরপুরে একযোগে এই কাউন্টডাউন শুরু হয়। এখানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ, সহকারী কমিশনার ভূমি জামশেদ আলম রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আবু রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা মওলা বক্স সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান প্রমুখ। শত শত মানুষ এই ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।