বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন
বগুড়া সংবাদদাতা: বগুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে বগুড়া সাতমাথা বীর শ্রেষ্ঠ স্কয়ারে মুক্ত মঞ্চে ঢাকার প্যারেড গ্রাউন্ডের সাথে একযোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় মুহুর্মুহু করতালি আর শ্লোগানের মধ্য দিয়ে মার্কিন জেট বিমান থেকে প্রত্যাবর্তন করা জাতির জনকের আলোকবর্তিকাকে বরণ করা হয়। এর আগে বিকেল ৩ টা থেকে ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাতমাথা বীর শ্রেষ্ঠ স্কয়ার চত্বরে স্থাপিত মঞ্চে আসেন। ঢাকা থেকে সরাসরি স¤প্রচারিত পুরো অনুষ্ঠান উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ সংসদীয় এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান। জেলা পরিষদের চেয়ারম্যান ডা মোকবুল হোসেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএমবার) , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু , যুগ্ম সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু প্রমূখ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি বিভাগের কর্মকর্তাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।