জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির চেতনার বাতিঘর -রাগেবুল আহসান রিপু
বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চেতনার বাতিঘর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন। যা বাঙালি জাতির সাড়ে ৩ হাজার বছরের ইতিহাসে আলাদা জাতিসত্তার স্বাধীন রাষ্ট্র হিসেবে এটাই ছিলো প্রথম। বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতি নয়, সারা বিশ্বকে দেখিয়েছেন কেমন করে নেতৃত্ব দিতে হয়। তিনি ৫৫ বছরের জীবনে দীর্ঘ ১৩ বছর জেল খেটেছেন। যা ইতিহাসে বিরল। মৃত্যুর সামনে দাঁড়িয়েও তিনি মাথানত করেননি। তিনি ছিলেন সাহসী এবং নির্ভীক। জাতির এই শ্রেষ্ঠ মানুষটিকে বাঙালি জাতি স্মরণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করে। স্বাধীন বাংলাদেশে প্রথম যেদিন পা রেখেছিলেন সেই দিনেই তার জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হচ্ছে। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত মুজিব বর্ষ এবং ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যুগপতভাবে পালিত হচ্ছে যা জাতির জন্য নতুন প্রেরণা যোগাবে। বাঙালির আদর্শিক চরিত্র এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শুক্রবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, এড. আব্দুল মতিন, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, এড. তবিবর রহমান তবি, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, শেরীন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এ বি এম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, তপন চক্রবর্তী, আছালত জামান, এড. মন্তেজার রহমান মন্টু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া নিগার সুলতানা ডরথী, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সফিক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সভা থেকে অভিনন্দন জানানো হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল পৌণে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।