শেরপুরে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল, র্যাবের হাতে গ্রেপ্তার ২
ষ্টাফ রির্পোটার: পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল পরিবহনকালে র্যাবের হাতে দুই জন গ্রেপ্তার হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর শহরের ধুনট মোড়ে এই ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে জামালপুরগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৫৬১৪) আটক করে তল্লাশি চালায় র্যাব-১২ এর সদস্যরা। এ সময় পাথরের নিচে একটি চটের বস্তায় রাখা ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে তারা।
গ্রেপ্তারকৃতরা হলো- ট্রাক চালক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর পঁিচশা গ্রামের মৃত ওসমান গনির ছেলে সাকের আহম্মেদ হিতু (৪০) ও হেলপার একই উপজেলার বিশনাইপাল গ্রামের মো. মাজেম আলীর ছেলে মো. আবু হাশেম (২৯) ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।